West Bengal News Updates:সময় বেঁধে দিয়েছিলেন মোদী-শাহ? হুমকির মুখে পদত্যাগ ধনখড়ের? বিস্ফোরক দাবি কল্যাণের

West Bengal News Updates 23 july 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন।

West Bengal News Updates 23 july 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
jagdeep dhankhar, kalyan banerjee, jagdeep dhankhar resigns,modi,shah,bengali news today,kolkata news live,west bengal news live updates,জগদীপ ধনখড়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়

News in Bengal Highlights গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: এবার উপ-রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, রীতিমতো হুমকির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জগদীপ ধনখড়। তাঁকে বলা হয়েছিল রাত ৯টার মধ্যে ইস্তফা না দিলে পরের দিন ইমপিচমেন্ট মোশন আনা হবে। ৫০ জন সাংসদকে নাকি বসিয়ে রাখা হয়েছিল রাজনাথ সিংয়ের ঘরে। কিছু কাজ উনি সংবিধান মেনে করতেন, সেটা মোদীর পছন্দ ছিল না। এবার শুনছি রাজনাথ সিংকে হঠানোর জন্য তাঁকে উপরাষ্ট্রপতি করা হবে।"

Advertisment

একাধিক পুরুষের সাথে সম্পর্ক। সেই কারণেই স্ত্রীকে খুন, ভয়ঙ্কর স্বীকারোক্তি স্বামী বিশ্বজিৎ মন্ডলের। পুলিশ সূত্রে খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে, অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি স্ত্রী ইতিকার মোবাইলে দেখতে পায়। এরপরে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলা হয়। সূত্রের খবর, সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউসে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানায় তার প্রচুর টাকার প্রয়োজন। মাসে মাসে তাকে ১০ হাজার করে টাকা দিতে হবে। নাহলে তার যা ইচ্ছে তাই করবে। এরপরই বেল্ট গলায় জড়িয়ে স্ত্রীকে ফাঁস দিয়ে মেরে দেয় বিশ্বজিৎ। তারপর ১০০ নম্বরে ডায়াল করে নিজেই খুনের কথা ফোন করে জানায় বিশ্বজিৎ। 

আরও পড়ুন- বাংলায় এবার তোলপাড় ফেলা পদক্ষেপের পথ নির্বাচন কমিশন! বড় নির্দেশে মুখ্যমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ

Advertisment

মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল ফাঁসিদেওয়া।৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার গভীর রাতে এক তেল ট্যাঙ্কার রাস্তায় দাঁড়িয়ে মেরামতির সময় হঠাৎই দ্রুতগতির একটি লরি এসে ধাক্কা মারে।ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। গুরুতর জখম অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি তেলবোঝাই ট্যাঙ্কার যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল এবং সেই সময় কয়েকজন শ্রমিক তা মেরামতের কাজ করছিলেন। সেই সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তেল ট্যাঙ্কারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তেল ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। এরপর পুলিশ এবং দু’টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- জগন্নাথ মন্দিরের পর রাজ্যে ‘দুর্গাঙ্গন’! মমতাকে 'আগুনে আক্রমণ' শুভেন্দুর

দম থাকলে পদত্যাগ করুন, ঘাটালেন তৃণমূল সংসদ দেবকে বিরাট আক্রমণ দিলীপ ঘোষের। পাশাপাশি সাংসদ অভিনেতাকে 'নিষ্কর্মা' বলে কটাক্ষ করতে ছাড়েন নি দাপুটে বিজেপি নেতা। দেবকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, প্রত্যেক বার নির্বাচনের আগে দেব বলেন, এবার ঘাটাল মাস্টার প্ল্যানের সমাধান না করলে রাজনীতি ছেড়ে দেব। ভাল ছেলে। কিন্তু এমন নিক্কমা ভাল ছেলে হয়ে থেকে কী লাভ? কেন বারবার ঘাটালেন লোককে ধোঁকা দিচ্ছেন? দম থাকলে পদত্যাগ করুন"। এরই পাশাপাশি দিলীপ ঘোষ বলেন,  প্রত্যেক বার ইলেকশনের আগে তাকে বলা হয় ভোটে যদি না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশান বন্ধ করে দেব। মেদিনীপুরের লোক এক বার জল মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে মাথা নত করে না। যদি দম থাকে চোরেদের কাছে মাথা নত না করে বেরিয়ে এসো" 

আরও পড়ুন- দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার প্রত্যন্ত জেলা থেকে সর্বভারতীয় স্তরে বিরাট কৃতিত্ব, উচ্ছ্বাসে ভাসছে আপামোর বাঙালি

  • Jul 23, 2025 19:58 IST

    West Bengal News Live Updates:চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

    ২১ জুলাই হয়ে গেলেও তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা থেকে বিরত থাকলেন না দলের কাউন্সিলররা। ফের অনাস্থা প্রস্তাব আনলেন ১২ জন কাউন্সিলর। সেই মতো দলের ৩ কাউন্সিলর পুর আইনের বলে অনাস্থা প্রস্তাবের জন্য ২৮ জুলাই পুরসভার কক্ষে বিশেষ সভা ডাকলেন। প্রশাসনিক মহলেও পৌঁছে গিয়েছে এই চিঠির কপি। 

    বিস্তারিত পড়ুন- TMC:তৃণমূল কাউন্সিলরদের আকচাআকচির মাশুল গুণছেন শহরবাসী, শতবর্ষ প্রাচীন পুরসভার অচলাবস্থা কাটছেই না



  • Jul 23, 2025 19:06 IST

    West Bengal News Live Updates:পরীক্ষা বিতর্ক

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষায় ছেলে পরীক্ষার্থী জেনেও সরাসরি সেই বিষয়ের পঠন-পাঠন ব্যবস্থার সঙ্গে যুক্ত অধ্যাপক বাবা অব্যাহতি নেননি বলে অভিযোগ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিকট কোনও আত্মীয় পরীক্ষা দিলে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সেই পরীক্ষা থেকে অব্যাহতি নিতে হয়। এক্ষেত্রে সেই অধ্যাপক তা করেননি বলে অভিযোগ। স্নাতকোত্তরের পরীক্ষার সম্পূর্ণ হওয়ার পর বিষয়টি জানাজানি হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। 

    বিস্তারিত পড়ুন- Examination:ছেলে স্নাতকোত্তরের পরীক্ষার্থী, অধ্যাপক বাবার তত্ত্বাবধানেই পরীক্ষা, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তুমুল বিতর্ক!



  • Jul 23, 2025 18:33 IST

    West Bengal News Live Updates:BJP-কে তুলোধনা তৃণমূলের

    এরাজ্যে ১০০ দিনের কাজে বহুদিন ধরে টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ শাসকদল তৃণমূলের। এক্ষেত্রে কেন্দ্রের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের মাধ্যমে কেন্দ্রের টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। রাজ্যের শাসকদল তৃণমূলকেই এব্যাপারে নিশানা করে গত কয়েক বছর ধরে লাগাতার সোচ্চার প্রধান বিরোধী দদল BJP। তবে এবার রীতিমতো 'তথ্য' তুলে ধরে ভুয়ো জব কার্ড ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণে তৃণমূল।

    বিস্তারিত পড়ুন- fake job card:ভুয়ো জব কার্ড বাতিলের শীর্ষে কোন রাজ্যগুলি? 'তথ্য' তুলে BJP-কে তুলোধনা তৃণমূলের



  • Jul 23, 2025 17:11 IST

    West Bengal News Live Updates:জামিনের মেয়াদ বাড়ল? নাকি ফের জেলে কালীঘাটের কাকু?

    অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ দুর্নীতির মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ। নিয়োগ দুর্নীতির মামলায় দুই কেন্দ্রীয় সংস্থা ED ও CBI গ্রেফতার করেছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। জেলা থাকাকালীন বারবার তিনি অসুস্থ হয়েছেন। শেষমেশ কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে।

    বিস্তারিত পড়ুন- Sujay Krishna Bhadra:ফের চর্চায় সুজয়কৃষ্ণ ভদ্র! অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল? নাকি ফের জেলে কালীঘাটের কাকু?



  • Jul 23, 2025 16:34 IST

    West Bengal News Live Updates:মারাত্মক অভিযোগ মালব্যর

    এবার NRC ইস্যুতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল BJP-র। এক্স হ্যান্ডলে আলিপুরদুয়ারের ফালাকাটার এক মহিলার একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সেই ভিডিওটি পোস্ট করে মালব্য লিখেছেন, "নির্বাচনের আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন।"

    বিস্তারিত পড়ুন- Amit Malviya allegations:'মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার প্রকাশ্যে', বিস্ফোরক ভিডিও পোস্টে মারাত্মক অভিযোগ মালব্যর



  • Jul 23, 2025 15:15 IST

    West Bengal News Live Updates:কল্যাণকে পুরীতে আমন্ত্রণ

    BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগে বারবার সোচ্চার তৃণমূল। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে মামলা হয়েছিল হাইকোর্টে। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। রাজ্যের তরফে সওয়াল করেছিলেন তৃণমূলের সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন ভরা আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরীতে যাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন ওড়িশার অ্যাডভোকেট জেনারেল পি আচার্য। 

    বিস্তারিত পড়ুন- Kalyan Banerjee:ভরা আদালতে কল্যাণকে পুরী যাওয়ার আমন্ত্রণ ওড়িশা সরকারের, কারণ জানলে তাজ্জব হবেন!



  • Jul 23, 2025 14:33 IST

    West Bengal News Live Updates:বাঙালি 'হেনস্থা' নিয়ে সোচ্চার ঋতব্রত

    দেশের BJP শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগতুলেছে তৃণমূল। এবার সংসদেও বিষয়টি নিয়ে সোচ্চার জোড়াফুলের সাংসদরা। সংসদে আজ ২৬৭ নং নোটিশ দিয়ে এব্যাপারে আলোচনা চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। তবে এদিন তৃণমূল সাংসদদের সেই দাবি মানা হয়নি। "ওরা এখানে (সংসদ) আমাদের কণ্ঠরোধ করতে পারে, কিন্তু বাংলায় আমাদের কণ্ঠরোধ করতে পারবে না।" কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা করে সোচ্চার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

    বিস্তারিত পড়ুন- Bengali harassment:'বাপ-দাদার ভাষা রক্ষার আন্দোলন চলবে, বাঙালিকে কোণঠাসার চেষ্টা মানব না', সোচ্চার তৃণমূলের ঋতব্রত



  • Jul 23, 2025 13:12 IST

    West Bengal News Live Updates: বাঙালি বিদ্বেষ ইস্যুতে গর্জে উঠলেন মমতা


    বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি বিদ্বেষ ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, আলিপুরদুয়ারের ফালাকাটার দুই বাসিন্দা অঞ্জলি শীল ও নিত্য শীল সম্প্রতি অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে 'নাগরিকত্ব সংক্রান্ত' নোটিশ পেয়েছেন, যা তিনি  "অসাংবিধানিক ও বেআইনি" বলে আখ্যা দেন। মমতা বলেন,“এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর দমননীতি চালানো হচ্ছে। বিজেপি সব সীমা অতিক্রম করছে। এটা ভাষাগত ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল।” তিনি প্রশ্ন তোলেন,“একটি রাজ্য কীভাবে অন্য রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে? এটা কি বাংলার উপর জোর করে দখল কায়েমের চেষ্টা? এটা কি নতুন ধরনের ভাষাগত সন্ত্রাস? তথাকথিত ‘ডাবল ইঞ্জিন’ সরকার আগে নিজেদের রাজ্যকে ঠিক করুক, তারপর বাংলার বিষয়ে মাথা ঘামাক।” মুখ্যমন্ত্রীর দাবি, শুধু অসম নয়, হরিয়ানা সরকারও বাংলার কিছু বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে চিঠি পাঠিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে মমতা বলেন, “মণিপুর জ্বলছে, তিনি কিছু করতে পারছেন না। অথচ বাংলার মানুষকে লক্ষ্য করছেন। ভাষার উপর আঘাত করা হচ্ছে। আমি সব ভাষাকেই ভালোবাসি, কিন্তু মাতৃভাষার অপমান সহ্য করব না।” মুখ্যমন্ত্রী আরও বলেন,“যদি কেউ ভাবেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে, বাংলায় ক্ষমতা দখল করা যাবে,  তাঁরা ভুল করছেন। আমরা বাংলার মানুষের পাশে আছি। ভারতবর্ষের প্রতিটি নাগরিকের দেশের যেকোনো প্রান্তে কাজ করার অধিকার রয়েছে। তাহলে বাংলা থেকে যাঁরা কাজে গিয়েছেন, তাঁদের নিয়ে বিজেপির সমস্যা কোথায়?” তিনি জানান, বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, ফলে এই ধরনের অবমাননা গোটা ভাষা ও জাতির প্রতি অপমান।



  • Jul 23, 2025 13:11 IST

    West Bengal News Live Updates: ধনখড়ের পদত্যাগে সরব সমতা

    সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করায় রাজ্য-রাজনীতিতে জল্পনা তুঙ্গে। যদিও তিনি ‘শারীরিক অসুস্থতার কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন। এবার এনিয়ে প্রশ্ন তুলে সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের পদত্যাগ নিয়ে মঙ্গলবার মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, “উনি সম্পূর্ণ সুস্থ। রাজনৈতিক দলগুলি কেন উনি পদত্যাগ করলেন তার কারণ ব্যাখ্যা করতে পারেনি । আমি এই নিয়ে বিশেষ মন্তব্য করতে চাই না। আমার জানা নেই, আড়ালে কী হচ্ছে। দেখা যাক, কিন্তু তিনি সুস্থই আছেন।”উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রাজ্যপাল থাকাকালীন তৃণমূল সরকারের সঙ্গে ধনখড়ের বারবার একাধিক ইস্যুতে সংঘাত তৈরি হয়েছিল। এই ইস্যুতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “উপরাষ্ট্রপতির পদত্যাগ। স্বাস্থ্যই কি একমাত্র কারণ? যদি তাই হয়, তবে দ্রুত আরোগ্য কামনা করি। না হলে কৌতূহল থেকেই যায়।” তিনি আরও জানান, “আমরা এই নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ আমাদের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ” তৃণমূল সাংসদ এবং দলের প্রবীণ নেত্রী সুস্মিতা দেব জানান, ধনখড়ের পদত্যাগে তিনি “বিস্মিত”। সংবাদমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শুনেছিলাম উনি অসুস্থ। কিন্তু ভাবিনি এতটা অসুস্থতা এতটা গুরুতর যে পদত্যাগ করতে হবে। আমি ভেবেছিলাম উনি ছুটিতে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। তাই পদত্যাগের সিদ্ধান্তে অবাক হয়েছি।”



  • Jul 23, 2025 12:09 IST

    West Bengal News Live Updates: কাকদ্বীপে ভয়ঙ্কর দুর্ঘটনা

    কাকদ্বীপে ভয়ঙ্কর দুর্ঘটনা।  ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রাক চালক। জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি মারাত্মক চোট পেয়ে হাসপাতালে ভরতি আরও ১১ জন। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি  ঘটেছে। আহতদের কাকদ্বীপ হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনার জেরে তীব্র যানযটের সৃষ্টি হয়। কী কারণে এই দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।    



  • Jul 23, 2025 11:24 IST

    West Bengal News Live Updates: ট্রাম্পের দাবিতে সওয়াল রাহুলের

    ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব কেন বারে বারে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, "তিনি এতবার কেন এই কথা বলছেন? সেটা ভাবার সময় এসেছে"।



  • Jul 23, 2025 10:39 IST

    West Bengal News Live Updates: নাবালককে পরপর কোপ

    দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের ঘটনা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যায় মোঃ তানভীর নামে এক নাবালকের উপর মল্লিকপুর গনিমার কাছে দুজন হঠাৎই চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে তনবিরকে কোপাতে থাকে। আশেপাশের লোকজন চলে এলে সেখান থেকে পালিয়ে যায় দুই হামলাকরি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ছড়ায়। স্থানীয়রা গুরুতর আহত নাবালকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কলকাতার এস এস কে এম এ স্থানান্তরিত করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।



  • Jul 23, 2025 10:38 IST

    West Bengal News Live Updates:ফের স্টোন ম্যান কলকাতায়?

    শরৎ বসু রোডে পাথর দিতে থেঁতলে ঘুমন্ত যুবককে খুন। ফের স্টোন ম্যান কলকাতায়? চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল। জানা গিয়েছে ধৃত যুবক জয়নগরের বাসিন্দা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে পুলিশের কাছে অপরাধ কবুল করেছে ধৃত যুবক। 



  • Jul 23, 2025 07:25 IST

    West Bengal News Live Updates: হলুদ সতর্কতা জারি

     IMD পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা।

    বিস্তারিত- তুমুল দুর্যোগের বিরাট সম্ভাবনা



tmc bjp Jagdeep Dhankhar mamata news in west bengal