একটানা ৫৫ দিন বৃষ্টিহীন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গে আরও ২-৩ দিন এই তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, এমনটাই আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা বাদে সব জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদা-দক্ষিণ দিনাজপুরেও একই অবস্থা। শুধুমাত্র দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দক্ষিণে বৃষ্টির দেখা নেই। চাতকের মতো অবস্থা সাধারণ মানুষের।
এই পরিস্থিতি নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। শনিবার ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা মে মাসের গোড়ায় রয়েছে।
আরও পড়ুন Summer Days: কাঠফাটা গরমে প্রাণ ওষ্ঠাগত? শরীর ঠিক রাখতে জানুন বিশেষজ্ঞের পরামর্শ
প্রসঙ্গত, এবছর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দেখাই মেলেনি। এপ্রিল মাস শেষ হতে চলেছে। কিন্তু বৃষ্টির কোনও দেখাই নেই। ছিঁটেফোটাও কোথায় বৃষ্টি নেই। আবহাওয়াবিদদের মতে, বিশ্ব উষ্ণায়নের জেরেই এমন আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। তবে দিল্লির মৌসম ভবন এবছর স্বাভাবিক বৃষ্টিরই আভাস দিয়েছে। কিন্তু যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে তাতে অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই নিস্তার নেই।