বড়দিনে জাঁকিয়ে শীত অধরা। বরং আজ পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আজ আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। তাপমাত্রা বাড়বে জেলাগুলিতেও। সব মিলিয়ে বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা হচ্ছে না বাঙালির। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর প্রথম সপ্তাহ পর্যন্ত পরিস্থিতির বিশেষ বদল হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
দেরিতে হলেও কয়েকদিনের জাঁকিয়ে শীত আশার আলো দেখিয়েছিল। তবে ওটুকুই। দিন দুয়েক জাঁকিয়ে ঠান্ডার পরেই কার্যত উধাও সীত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। তারই জেরে রাজ্যে চড়ছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।
এছাড়াও বাংলাদেশের দক্ষিণ উপকূলের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দুয়ের জেরে এরাজ্যে ঢোকার পথে বাধা পাচ্ছে ঠান্ডা হাওয়া। যার জেরেই শহর কলকাতা-সহ জেলাগুলিতে পারদ চড়ছে।
আরও পড়ুন- দিঘা ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়ে বিপর্যয়! সৈকত শহরে মৃত রামপুরহাটের তরুণী
এদিকে আবাহওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায হতে পারে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙে।
তবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। বাধা কাটিয়ে ফের কবে ফিরবে শীত? এব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি আবাহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে নতুন বছর শুরুর প্রথম এক সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার বিশেষ বদল হবে না বলেই মনে করা হচ্ছে।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন