শ্রাবণ মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিকটা হলেও বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে।
চলতি বর্ষায় কৃপণ বরুণদেব। দক্ষিণবঙ্গের চেয়ে এবার উত্তরে শুরু থেকেই বর্ষার রেশ বেশি। তবে আবহাওয়াবিদরা মনে করছেন সেই বর্ষাও পর্যাপ্ত নয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি বর্ষায় এমনিতেই একটানা ভারী বৃষ্টি হয়নি। গোটা আষাঢ় মাসেই স্বাভাবিক বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। তবে শ্রাবণ মাসের শুরু থেকে কিছুটা হলেও বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন- আজ দিল্লিতে মমতা, ‘দিদি-মোদী সেটিং’ তত্ত্বে সুর চড়া করছে বিরোধীরা
আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। উল্টোদিকে, রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও আগামিকাল থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামিকাল শুক্রবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলি-সহ সমতলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। শহর কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে আজ মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।