/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Rain.jpg)
Weather Update: একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Bengal Weather Today: নিম্নচাপ সরলেও স্বস্তি নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ সপ্তাহের শুরুর দিনেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগদামী কয়েকদিন সার্বিকভাবে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টি চলবে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বর্ষার এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি বৃষ্টি চলবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশ কিছু পাহাড়ি এলাকায় আবারও নতুন করে ধ্বস নামার আশঙ্কা তৈরি হয়েছে।