কাঁদিয়ে ছাড়ছে গরম। জ্বলে পুড়ে খাক দশা রাজ্যের প্রায় সর্বত্র। উত্তর থেকে দক্ষিণ, বীভৎস গরমে প্রাণ ওষ্ঠাগত আট থেকে আশির। অসহ্য এই পরিস্থিতিতে মুক্তির পথ এখনই দেখছেন না আবহাওয়াবিদরা। আপাতত আর দিন পাঁচেক তাপপ্রবাহের এই পরিস্থিতি চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যদিও সোমবার উপকূলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে স্বস্তি মিলবে না। আগামিকালও পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শহর কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী শুক্রবার পর্যন্ত জ্বালা ধরা গরমে মহানগরীতে জেরবার হবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন- পুরী গেলে ভুলেও ভুলবেন না এতল্লাট বেড়াতে, নিরিবিলি অসাধারণ পরিবেশ মন কাড়বেই!
কলকাতা শহরে আগামী কয়েকদিনই মাত্রাছাড়া গরম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কোঠায় পৌঁছে যেতে পারে। বেলা যত বড়বে ততই পরিস্থিতি আরও বেশি অসহনীয় হয়ে উঠবে। অন্যদিকে, গরম বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এমনকী উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙেও গরমের অনুভূতি মিলছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিদেশ যেতে বাধা অভিষেকের স্ত্রীকে, বিমানবন্দরে যেতেই আটকানো হল