বিদায়বেলাতেও শীতের কামড় অব্যাহত। মেঘমুক্ত আকাশ আর হিমেল হাওয়া। সকালে কুয়াশার দাপট, তার পর বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধি। মঙ্গলবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত নেই। তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই শীতের আমেজ ধীরে ধীরে উধাও হতে শুরু করবে। বাড়বে তাপমাত্রার পারদ। মঙ্গলবার থেকে পারদ ২-৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে ধীরে ধীরে উধাও হবে শীত।
ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘমুক্ত আকাশ থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে সম্ভবত বিদায় নেবে শীত। সোয়েটার-কম্বলেরও ইনিংস শেষ হবে।
আরও পড়ুন আগামিকাল থেকে বাড়বে পারদ, বঙ্গে ধীরে ধীরে বিদায়ের পথে শীত
বঙ্গে এবার শীতের শেষলগ্নে বিরাট প্রভাব ফেলেছিল পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বাংলায় বৃষ্টি হয়েছে। ভরা মাঘে অকাল বর্ষণ দেখেছে বাংলা। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। সমতলে একদিকে বৃষ্টি অন্যদিকে, উত্তরে পাহাড়ে তুষারপাতও হয়েছে। দার্জিলিং-কালিম্পং ঢেকেছে বরফে। লাভা-রিশপের মতো পর্যটন কেন্দ্রে প্রায় ১০ বছর পর এই সময়ে তুষারপাত হয়েছে।
সপ্তাহের শেষ দিক থেকেই ফের একবার নামতে শুরু করবে পারদ। হয়েছেও তাই। তবে ঠাণ্ডার এই অনুভূতি থাকবে আর মাত্র কয়েকদিন। তারপর থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। ফিকে হবে শীতের আমেজ। এভাবেই ধীরে ধীরে এবারের মতো বঙ্গ থেকে বিদায় নেবে শীত।