Advertisment

West Bengal Weather Forecast, 9 June 2021: সকাল থেকেই আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast Report Today, 9 June 2021: কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Forecast, Weather Today, Thunderstorm, Lightning

বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

West Bengal Weather Forecast Today: বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ বঙ্গে। আজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এর জেরে উপকূলে খারাও আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামিকালের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন ফের দুর্যোগ বাংলায়, প্রবল বৃষ্টি-বন্যার সতর্কবার্তা দিল নবান্ন

হাওয়া অফিসের পূর্বাভাস, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তিকর গরম থাকবে তার আগে। আগামিকাল অমাবস্যার জন্য কোটালে সমুদ্রে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন বাংলায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু! শোক জানিয়ে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

নিম্নচাপের দোসর হয়েই আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে ঢুকবে মৌসুমী বায়ু। বাংলা, ঝাড়খণ্ড ও বিহারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উল্লেখ্য, উত্তরবঙ্গে রবিবারই ঢুকে পড়েছে বর্ষায আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rainfall monsoon weather today Weather Forecast
Advertisment