Advertisment

Cyclone Dana Update: কাঁপুনি ধরিয়ে প্রবল শক্তিতে এগোচ্ছে দানা, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হবে বাংলাও?

Cyclone Dana News Update: প্রবল শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone dana update live tracker,cyclone dana tracker live imd,cyclone dana update,Severe Cyclone,cyclone tracker, dana cyclone live,cyclone dana news,Heavy Rainfall, cyclone dana landfall place,cancelled train list due to cyclone dana,windy cyclone,IMD Kolkata, dana cyclone update today,Super Cyclone,cyclone, cyclone dana live,Bengal Weather Forecast,cyclone dana,cyclone dana landfall

প্রতীকী ছবি।

Cyclone Dana Today Updates:এখনও পর্যন্ত যা আপডেট তাতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে পারে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোনও একটি জায়গায়। বুধবার রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড় দানা তৈরি হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়।

Advertisment

বৃহস্পতিবার ভোররাত থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে দেখা যাচ্ছে দমকা হওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বেলা যত বাড়বে ততই দুর্যোগের প্রকোপ বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বিশেষ করে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির দাপট থাকবে বেশি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। একইভাবে ওড়িশার পারাদ্বীপ থেকে এই ঘূর্ণিঝড়ের দূরত্ব এখন ২৮০ কিলোমিটারের মতো। বুধবার রাতেই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে দানা। দানা আতঙ্কে থর হরি কম দশা ওড়িশায়। বৃহস্পতিবার সকাল থেকে পুরীর সমুদ্রে উত্তাল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা সৈকত নগরী প্রায় খালি করে দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী হোটেলগুলিতে যে পর্যটকরা আছেন, তাঁদের বাড়তি সতর্ক করা হয়েছে। 

আরও পড়ুন- Cyclone Dana Live Update: আরও এগলো প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা, চরম আতঙ্কের প্রহর গুনছে বাংলা!

weather update weather Update. Bengal Weather Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment