/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Rain-4.jpg)
ফাইল ছবি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
ঘূর্ণিঝড় অশনির তাণ্ডব থেকে রক্ষা পেয়েছে বঙ্গ। তবে বৃষ্টি চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দফায়-দফায় বৃষ্টি হবে শহর কলকাতাতেও।
বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। বুধবার দিনভর দফায়-দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবারের আবহাওয়ার পরিস্থিতি বহাল থাকবে বৃহস্পতিবারও। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃ্ষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- বউবাজারে ফিরল পুরনো আতঙ্ক, একাধিক বাড়িতে ফাটল, এলাকা ছাড়া বাসিন্দারা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ছাড়াও বাঁকুড়া, বীরভূম, নদিয়ায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। এই পর্বে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।