West Bengal Weather Forecast Today: গত সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ছন্দে ফিরেছিল বর্ষা। দফায় দফায় বৃষ্টির জেরে চেনা শ্রাবণের ছবি ভেসে এসেছিল শহরে। কিন্তু তারপর ফের উধাও হয়ে যায় বর্ষা। সন্ধের দিকে মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হলেও তেমন বর্ষার বৃষ্টি কার্যত অধরাই থেকে গিয়েছে। আবারও শ্রাবণ মাসকে মনে করাতে ঝেঁপে আসছে বৃষ্টি। আগামী রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: রাজ্যে ফের গণপ্রহার, সিঙ্গুরে ‘মোবাইল চোর সন্দেহে’ মৃত কিশোর
এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ‘‘শনিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরেই রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে’’। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, আগামী ৪ অগাস্ট মৃৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩ অগাস্টের মধ্যে মাঝ সমুদ্র থেকে মৎস্যজীবীজের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মিঠুনের মতো সারদার টাকা ফেরাতে চান শতাব্দীও
অন্যদিকে, আজও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০১.৮ মিমি।
এদিকে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উল্লেখ্য, গত কয়েকদিনে উত্তরবঙ্গে টানা বর্ষণের জেরে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।