Advertisment

West Bengal Weather Today: বাংলায় বুলবুল রেশ, বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

West Bengal Weather Forecast, 10 November 2019: ঘূর্ণিঝড় বুলবুলের জেরে অনেকটাই কম তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

author-image
IE Bangla Web Desk
New Update
ganga pic, todays weather, kolkata weather today,

West Bengal Weather Forecast Today: সকাল থেকেই মুখ গোমড়া আকাশে মাঝে মাঝে দেখা মিলছে রোদেরও। তবে বুলবুল পরবর্তীতে শহরে ঝড়ের রেশ না থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার রাতেই উপকূলে প্রবেশ করেই দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে আছড়ে পড়েছিল বুলবুল। সেখানে বেশ কয়েক ঘন্টা তাণ্ডব চালায় শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে রাত বাড়তেই ক্রমশ বাংলাদেশের দিকে সরতে শুরু করে ‘বুলবুল’। এই ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১১৫ থেকে ১২০ কিমি। তবে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টির শক্তি বর্তমানে অনেকটাই ক্ষয় হয়েছে। তবে আজ দিনেরবেলায় মাঝারি থেকে ঝিরঝিরে বৃষ্টি ও দমকা হাওয়া চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিকেলের পর থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে।

Advertisment

আরও পড়ুন- মোদী-মমতা কথা, বুলবুলে পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা থাকবে আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৯১ শতাংশ।

আরও পড়ুন- বুলবুল আতঙ্কে রাত জেগেছেন মমতা, তৈরি ছিলেন মন্টুরামও

তবে ঘূর্ণিঝড় বুলবুলের জেরে অনেকটাই কম তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বুলবুল ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় ৭,৮১৫ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় ৮৭০ গাছ উপড়ে গিয়েছে। ৯৫০ ফোন টাওয়ার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে একটি আইসিডিএস সেন্টার। সাইক্লোন বুলবুলের কারণে বসিরহাটে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে, বর্তমানে বাংলাদেশের দিকে সরে গিয়েছে বুলবুল। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার রাজ্যের উপকূলীয় এলাকায় ঘন্টায় প্রায় ৮০ কিমি বেগে হাওয়া বইবে।

weather Weather Report
Advertisment