দুর্গাপুজো নির্বিঘ্নে মিটলেও ঘরের মেয়ের বিদায়ে যেন শোকাতুর প্রকৃতিও। দশমীর রাত থেকেই বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। আবহাওয়া দফতর সূত্রের খবর বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না রাজ্যেবাসীর। আজ, বৃহস্পতিবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি নিম্মচাপ অক্ষরেখার দৌলতে মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- এফডি-র পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টেও সুদ কমাল এসবিআই
মূলত, ঘূর্ণাবর্তের জেরে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, পুজোর মধ্যেও কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। যদিও পুজোর আনন্দে জল ঢালতে পারেনি বৃষ্টি। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। তবে দু'দিনের এই বৃষ্টিতে গরম থেকে খানিক স্বস্তি মিলেছে শহরবাসীর। এক ধাক্কায় কমেছে দিনের তাপমাত্রাও।
আরও পড়ুন- মেসেজ করে কুপ্রস্তাব, যোগ্য জবাব দিলেন স্বস্তিকা
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০৬৪.২ মিমি।