Advertisment

West Bengal Weather Today: বুলবুল বিদায়ে শীতের প্রবেশ রাজ্যে?

West Bengal Weather Forecast, 11 November 2019: সকাল থেকে পরিষ্কার আকাশে ঝলমলে রোদের তেজেই দিন শুরু সপ্তাহের প্রথম দিনের। তবে বুলবুল পরবর্তী ভোরের হিমেল হাওয়ায় কিছুটা শীতের আমেজ পেয়েছে রাজ্যবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, winter kolkata

শহরে শীতের প্রবেশে বাধা। ফাইল ছবি।

West Bengal Weather Forecast Today: দু'দিনের টানা ঝড় বৃষ্টিতে তছনছ রাজ্যের দক্ষিণ উপকূল। লণ্ডভণ্ড হয়েছে শহর কলকাতা থেকে রাজ্যের একাধিক জায়গা। তবে বুলবুল বিদায়ে এবার শীতের প্রতীক্ষায় মহানগর। আবহাওয়া অফিস সূত্রে খবর, বুলবুলের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে বাতাসে। সেই কারণে পুরোপুরি শীতের আমেজ উপভোগ করতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তবে ধীরে ধীরে কমবে সর্বোচ্চ ও সর্বনিম্ম তাপমাত্রা। ইতিমধ্যেই বুলবুল সড়ে যাওয়ার পর উত্তুরে হাওয়ায় কিছুটা নেমেছে পারদ।

Advertisment

আরও পড়ুন- আজ বুলবুল বিধ্বস্ত বকখালি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সকাল থেকে পরিষ্কার আকাশে ঝলমলে রোদের তেজেই দিন শুরু সপ্তাহের প্রথম দিনের। তবে বুলবুল পরবর্তী ভোরের হিমেল হাওয়ায় কিছুটা শীতের আমেজ পেয়েছে রাজ্যবাসী। তবে রোদ উঠতেই বেপাত্তা সেই আমেজ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ন্ত প্রায় নেই, তবুও রোদের তেজে দিনের গরমে কমতি নেই। এই মুহুর্তে নেই বৃষ্টির চোখ রাঙানিও। মূলত ঠাণ্ডা গরমের মিশেল নিয়েই রাতদিন কাটবে শহর ও শহরতলীর।

আরও পড়ুন- বুলবুল তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলার উপকূল, নিহত ১০

হাওয়া অফিস সূত্রের খবর, আজ আকাশ প্রধানত মেঘলা থাকলেও রোদের তেজ থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৭ শতাংশ। গত চব্বিশ ঘন্টায় কোথাও কোনও বৃষ্টি হয়নি।

weather Weather Report
Advertisment