West Bengal Weather Forecast Today: পুজো শেষে কমবে বৃষ্টি, এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতোই শুক্রবার থেকেই কমল বৃষ্টির পরিমাণ। গত আটচল্লিশ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কোথাও ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি। শনিবারও আংশিক মেঘলা থাকলেও এখনই কোনও বৃষ্টির সম্ভবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- জিয়াগঞ্জকাণ্ড: ‘বন্ধু শুধু আমাদের, আর কারোর নয়’
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গ থেকে আর কিছুদিনের মধ্যেই বিদায় নিতে চলেছে বর্ষা। হাওয়া অফিসের তরফে খবর, নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্মচাপ সৃষ্টি না হলে বৃষ্টি হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। পুজো শেষে বৃষ্টি বিদায়ে খুশি বঙ্গবাসীও।
আরও পড়ুন- বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি গোয়েন্দা
অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৮ শতাংশ।