West Bengal Weather Forecast Today, 13 August 2019: নিম্নচাপের জেরে ফের বর্ষার চেনা মেজাজে মজে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহরে। এদিন সকাল থেকেই আকাশের মুখভার। ভোরের দিকে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে।
আরও পড়ুন: ‘দুর্গাপুজোর মাধ্যমে কালো টাকা সাফ করেন তৃণমূল নেতারা’
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: পথ সচেতনতা বাড়াতে হাওড়ায় প্রতিযোগিতা, নতুন ভাবনা দিলেই মিলবে পুরস্কার
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতায় প্রধানত আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০৩৭.৯ মিমি।