এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৯ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা থেকে ইতিমধ্যেই বিদায় নিতে চলেছে বর্ষা। হাওয়া অফিসের তরফে খবর, নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্মচাপ সৃষ্টি না হলে বৃষ্টি হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। পুজো শেষে বৃষ্টি বিদায়ে খুশি শহরবাসীও।