West Bengal Weather Forecast Today: শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুবীর পাল (৩৪), তিনি দমদমের বাসিন্দা। ভিক্টোরিয়ার সামনে বজ্রাহত হন সুবীরবাবু, তাঁর স্ত্রী, এবং কন্যা। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুবীরবাবুকে মৃত ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী এবং মেয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়াও এদিন ভিক্টোরিয়ার সামনে বজ্রাঘাতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন, যাঁদের সকলকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা পুরসভা সূত্রে অবশ্য জানানো হয়েছে, মোট আহতের সংখ্যা ১৫।
এদিন দুপুরেই কলকাতায় নেমে আসে সন্ধ্যা। ভরদুপুরে শহরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কিছুক্ষণের বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে।
আরও পড়ুন: সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়-রাজীব কুমার
বৃষ্টিতে জল জমল কলকাতায়। ছবি: শশী ঘোষ
ভরদুপুরে মুষলধারায় বৃষ্টি শহরে। ছবি: শশী ঘোষ
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ, কাল ও পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘মত্ত অবস্থায়’ গাড়ি চালিয়ে দুর্ঘটনা, গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে
আজ দিনভর কলকাতার আকাশ ছিল মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০২২.৯ মিমি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল ০০০.৬ মিমি।