রোদের তেজ, আর্দ্রতার বাড়বাড়ন্তে ফের বাড়তে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতরের তরফে। পড়শি রাজ্য ওড়িশায় নিম্মচাপের জেরে কলকাতাও পেয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টি। কিছুটা কমেছিল তাপমাত্রার পারদও। কিন্তু গত চব্বিশ ঘন্টায় আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আশ্বিনের প্রথম দিনেও হাঁসফাঁস গরমেই কাটাতে হবে শহরবাসীকে, জানাল হাওয়া অফিস। তবে পুজোর আগে গরম থেকে আদেও কতটা স্বস্তি পাবে শহর, সে ব্যাপারে এখনই কোনও আশ্বাস শোনাতে পারেনি আবহাওয়া অফিস। তবে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- সিঙ্গুরের জমি ফেরানোর তৃতীয় বর্ষে কৃষকদের ফের ‘প্রতিশ্রুতি’ দিলেন মমতা
উল্লেখ্য, এ বছরই বৃষ্টির মরসুমেও কার্যত শুখা হাতে থাকতে হয়েছে দক্ষিণবঙ্গকে। আষাঢ় শ্রাবণে উত্তরবঙ্গ ভাসলেও মন ভেজেনি মহানগরীর। আশ্বিনের প্রথম দিনেও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রার পারদ চরতে পারে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ, নূন্যতম ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহর এবংং শহরতলীতে।
আরও পড়ুন- দশ হাজার টাকার কম বেতনের চাকরি খোয়ানো সাংবাদিকদের দশ হাজার টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি মমতার
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ খানিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে বলে খবর হাওয়া অফিসের তরফে। তবে বৃষ্টির জেরে এখনই নামবে না দিনের তাপমাত্রার পারদ এমনটাই খবর। তবে কবে কিছুটা বৃষ্টি মেখে স্বস্তি পাবে শহর তাঁর অপেক্ষাতেই যেন প্রহর গুনছে শহরবাসী।