/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/weather-new-2.jpg)
ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা। ছবি: শশী ঘোষ।
Kolkata Heavy rain: একদিনের টানা বৃষ্টিতেই জলে ভাসছে কলকাতা। এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ওই এলাকাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া মালদা, দুই দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীজের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: শোভনের পর তৃণমূল ছেড়ে ‘যাব যাব’ করছেন কোন নেতা? জানিয়ে দিলেন ভারতী ঘোষ!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পূর্ব বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: উনি যেদিন আসবেন, সেদিনই বিজেপি ছাড়বেন শোভন: বৈশাখী
টানা বৃষ্টির জেরে শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। জল জমে সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া, আলিপুর, একবালপুর, খিদিরপুর এলাকায়। জলের তলায় বেহালার বেশ কিছু এলাকা। জল জমে হাওড়ার বিভিন্ন এলাকাতেও।হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, রামরাজাতলা এলাকা জলমগ্ন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/rain-today-759.jpg)
আরও পড়ুন: বজ্রপাতের সময়ে কী কী সতর্কতা নেবেন?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১১৬-৩ মিমি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/panchasayor-759.jpg)
আরও পড়ুন:ভারী বৃষ্টিতে জল থইথই কলকাতা, ব্যাহত রেল-বিমান পরিষেবা
ব্যাহত রেল-বিমান পরিষেবা
এদিকে, টানা বৃষ্টির জেরে বিঘ্নিত হয়েছে রেল ও বিমান পরিষেবা। রাতভর বৃষ্টির জেরে হাওড়া ও শিয়ালদা শাখায় দেরিতে চলছে ট্রেন। পূর্ব রেলের তরফে একথা জানানো হয়েছে। অন্যদিকে, কলকাতা বিমানবন্দরে অ্যাপ্রন এলাকায় জল জমে বিপত্তি। যার জেরে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতায় বিকেলে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক জনের, জখম হয়েছেন আরও ১৬।