আরও পড়ুন- ‘মমতার বিরুদ্ধে মুখ খোলায়’ গ্রেফতার কংগ্রেস নেতা, তোলপাড় বঙ্গ রাজনীতি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে শহর কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৫.০ মিলিমিটার।
আরও পড়ুন- ‘নোবেলজয়ী অভিষেকবাবু’, মমতার মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি
পুজোর শেষে ভোরের হাওয়ায় খানিক হিমের পরশ থাকলেও সকাল হতেই রোদের তীব্র তেজের এতটুকু কমতি নেই। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্বের বর্ষা দেশে প্রবেশ করলেও তার আঁচ এ রাজ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে।