West Bengal Weather Forecast Today: বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টিতে ভিজল কলকাতা। দুপুরে কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বৃষ্টির মুখ দেখেনি শহর কলকাতা। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও পাল্লা দিয়ে বেড়েছিল। তবে দুপুরে আকাশে দেখা মিলল কালো মেঘের।
আরও পড়ুন: মিশন রাজীব কুমার! আজই কলকাতায় গোপনে জাল পাতছে সিবিআই
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও সে অর্থে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত কয়েকদিন সেভাবে বৃষ্টির মুখ দেখেনি শহর কলকাতা।
আরও পড়ুন: ‘রাজীব কুমারের পরিণতির জন্য মমতাই দায়ী’
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।