Today's Weather Update: সকাল থেকে মাঝে মাঝে সূর্যিমামার দেখা মিললেও মূলত মুখভার আকাশের। আজও রাজ্যজুড়ে বৃষ্টি হবে। বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছ আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি।
আরও পড়ুন- বর্ষায় বৃষ্টি ঘাটতি থাকবে বাংলায়, পূর্বাভাস মৌসম ভবনের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৩ মিমি।
তবে, এই বৃষ্টি প্রাক বর্ষা নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেরলে ৩ জুন বর্ষা ঢোকার কথা। এ রাজ্যেও তার ৭-১০দিন পর বর্ষা আসবে।। পূর্ব বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের পাশাপাশি তামিলনাড়ু, কেরল এবং দক্ষিণ মহারাষ্ট্রের কয়েকটি অঞ্চলে বর্ষায় থাকবে বৃষ্টি ঘাটতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন