Advertisment

West Bengal Weather Today: হেমন্তের ভোরে কুয়াশা, কবে আসছে শীত?

West Bengal Weather Forecast, 2 November 2019: উৎসবের মরসুম কাটতেই রাজ্যবাসীরএখন চিন্তা শীতের আগমন নিয়ে। কালীপুজোর পর থেকেই হালকা ঠাণ্ডার আমেজে ভোর-রাত কাটছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, kolkata, weather kolkata,

শীতের সকালে ব্যস্ত মহানগর

West Bengal Weather Forecast Today: ভিক্টোরিয়া থেকে ময়দান হয়ে মেমারি, শহরের এ প্রান্ত থেকে শহরতলির ও প্রান্তে কিন্তু প্রভাতের আকাশ কুয়াশায় ঢাকা। যদিও দীপাবলী পরবর্তী কলকাতার আকাশে কুয়াশা কম, ধোঁয়াশা বেশি। তবে হেমন্তের এই কুয়াশা অবশ্য ক্ষণিকের। ঝলমলে রোদ উঠতেই বেপাত্তা ঠাণ্ডা আমেজ। বরং রোদের তেজে ঘাম ঝরছে শহরের। আবহাওয়ার এমন খামখেয়ালীপনাই হেমন্তের বৈশিষ্ট্য, তা বলাই বাহুল্য। তবে শীত এখনও এসে পৌঁছয়নি রাজ্য। কবে আসবে সে বিষয়েও কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু কার্তিক মাসে হেমন্তের এই হিমের পরশে মজেছে রাজ্যবাসী।

Advertisment

আরও পড়ুন- পর্নোগ্রাফি দেখতে হলে এবার আগে মুখ দেখাতে হবে, নয়া প্রস্তাব!

হাওয়া অফিস সূত্রের খবর, আজ আকাশ প্রধানত মেঘলা থাকলেও রোদের তেজ থাকবে। উৎসবের মরসুম কাটতেই রাজ্যবাসীর এখন চিন্তা শীতের আগমন নিয়ে। কালীপুজোর পর থেকেই হালকা ঠাণ্ডার আমেজে ভোর-রাত কাটছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের। তবে কি নভেম্বরেই শীতের প্রবেশ ঘটবে? সে ব্যাপারে যদিও এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর।

আরও পড়ুন- পেগাসাস নজরদারি: হোয়াটসঅ্যাপ বলছে জানানো হয়েছে, অস্বীকার সরকারের

অন্যদিকে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৩ শতাংশ।

weather Weather Report
Advertisment