আজও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
সামনেই পুজো। তবে কে বলবে এ আশ্বিন মাস? সকাল থেকেই প্রখর গ্রীষ্মন্যায় দাবদাহে রীতিমতো যেন ফুটছে কলকাতা। তার সঙ্গে পাল্লা দিয়ে জলীয় বাষ্পের আধিক্যতে নাজেহাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। বেশ কয়েক সপ্তাহ ধরেই ‘নেই বৃষ্টি’ নিয়েই দিন কাটাতে হচ্ছে শহরবাসীকে। মাঝে মাঝে অবশ্য সাদা মেঘের ভেলা কাটিয়ে ছিটেফোঁটা বৃষ্টি নিয়েই খুশি থাকতে হচ্ছে শহর কলকাতাকে। যদিও বাঙালি মনে কিন্তু ক্রমশই ঘনাচ্ছে শঙ্কার মেঘ। পুজো বৃষ্টি বিঘ্নিত হবে না তা নিয়েই জমা হচ্ছে চিন্তা। তবে এখনও তেমন কোনও আশঙ্কার কথা শোনানও হয়নি আলিপুর আবহাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন- ‘মমতার তখন কার মুখ মনে পড়ছিল, রাজীব কুমার না ভাইপোর?’
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা।
আরও পড়ুন- বাংলায় এনআরসি দরকার নেই, আসাম নিয়েও আপত্তি আছে, শাহকে জানালেন মমতা
মূলত আংশিক মেঘলা থাকবে আজকের আকাশ। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তবে বৃষ্টির জন্য তাপমাত্রা কমার সম্ভাবনার কথা কিছু জানায়নি হাওয়া অফিসের তরফে।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the West-bengal News in Bangla by following us on Twitter and Facebook