West Bengal Weather Forecast Today: ক্রমশই রাজ্যে জোরালো হচ্ছে শীতের অনুভূতি। ঠাণ্ডা পরশ গায়ে লাগিয়েই এখন ঘুম ভাঙছে শহর কলকাতার। বেলা বাড়লে তা কমে গেলেও সন্ধের পর থেকেই ফের ফিরছে ঠাণ্ডার আমেজ। বুধবার থেকেই এক লাফে দু’ডিগ্রি পারদ কমেছে শহর ও শহরতলির। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া রাজ্যে ঢুকছে। সপ্তাহের শেষে আরও খানিকটা কমতে পারে তাপমাত্রা, এমন ইঙ্গিতও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আরও পড়ুন: উঠতে চলেছে স্কুল স্তরের সব পরীক্ষা!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, নূন্যতম ৫১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: রাজ্যপাল ‘মৌচাকে ঢিল’ মারায় হুল ফোটালেন ‘মৌমাছি’ চন্দ্রিমা
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দ্বিতীয় দফার তুষারপাত হয়েছিল কাশ্মীর, হিমাচলের পাহাড়ে। ঝঞ্ঝা সরতেই সেই হিমেল বাতাস আসতে শুরু করেছে সমতলে। শহর ছাড়াও দুই চব্বিশ পরগণা, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি-সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও বেশ খানিকটা কমেছে তাপমাত্রার পারদ। এ বছর বুলবুল হানায় শহরে থমকে গিয়েছিল শীতের প্রবেশ। তবে ফের পারদ নামতে শুরু করেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের।