কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া বদল! বজ্রবিদ্যুৎ-বৃষ্টিপাতের সতর্কতা হুগলি-সহ আরও তিন জেলায়

West Bengal Weather Forecast Today 25 June 2021:কালো মেঘে ঝেঁপে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal Weather Forecast Today 25 June 2021:কালো মেঘে ঝেঁপে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, weather today, west bengal weather, west bengal weather today, west bengal weather forecast today, west bengal weather forecast report, weather in west bengal, kolkata weather update, west bengal weather news, weather latest news

Weather Today:. বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

West Bengal Weather Updates: সকালে রোদের দেখা মিললেও আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আবহাওয়ায় বদল আসতে চলেছে। কালো মেঘে ঝেঁপে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে রাজ্যের প্রায় সব জেলাতেই। কিন্তু হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা আগাম জানিয়েছে। ইতিমধ্যেই কালো মেঘে ঢাকছে আকাশ।

আরও পড়ুন, তৃণমূলের প্রভাবশালীদের সঙ্গে যোগ দেবাঞ্জনের! শহরে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সরব বিজেপি

Advertisment

কয়েকদিন আগেই টানাবৃষ্টিতে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জেলায় জল জমে গিয়েছিল। টানা বৃষ্টি কমলেও বর্ষার দাপট রয়েছে পুরোদমে। আজও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

আরও পড়ুন, করোনার ডেল্টা-প্লাস প্রজাতির হানার মাঝেও দেশে কিছুটা কমল সংক্রমণ! মৃত্যুও এখনও চিন্তার

তবে বৃষ্টি হলেঈ দিনের তাপমাত্রায় খুব একটা বদল হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ডের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া পাঞ্জাব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার জেরেই এই বৃষ্টিপাত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report weather update