বৃষ্টির খরা কেটেছে দক্ষিণবঙ্গে। উত্তরের পর এবার দক্ষিণবঙ্গেও চলছে বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি আপাতত চলবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে দু'-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- রেজিস্ট্রি ম্যারেজ সেরেও তরুণীকে ‘ধোঁকা’! প্রেমিককে শবক শেখাতে কী ঘটালেন তরুণী?
বর্ষা উত্তরবঙ্গ হয়েই রাজ্যে ঢুকেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথমে প্রাক বর্ষার বৃষ্টিও ভালোই হয়েছে। তেমনই বর্ষা ঢোকরা পরেও লাগাতার বৃষ্টি পেয়েছে উত্তরের সব জেলাই। পার্বত্য এলাকার জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে। আগামী বুধবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
মোটের উপর গোটা রাজ্যেই পুরোমাত্রায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। তারই জেরে আপাতত রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোথাও-কোথাও দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।