West Bengal Weather Forecast Today: বঙ্গোপসাগরে নিম্মচাপের জেরে গত কয়েকদিন ধরেই কার্তিক মাসে ফিরে এসেছে শ্রাবণের চেনা ছবি। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভেসেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। চিন্তার মেঘ ছিল রাজ্যের আকাশে। দীপাবলির সন্ধ্যাতে কী আনন্দে বিঘ্ন ঘটাবে বৃষ্টি? না, দীপান্বিতা সন্ধ্যায় সে সম্ভাবনা নেই। বরং রোদ ঝলমলে দিনকে নিয়েই শুরু কালীপুজোর সকাল। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, ‘‘কালীপুজোয় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আশা করা হচ্ছে, রোদ ঝলমলে আকাশই থাকবে’’।
আরও পড়ুন- শ্রীরামকৃষ্ণের ডাক্তারের বাড়ির কালী পুজো: মায়ের মুখে লেগে থাকে রক্ত!
গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ প্রধানত পরিষ্কার থাকবে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮১ শতাংশ।
আরও পড়ুন- ‘সেফটিপিন’-এর প্যান্ডেল! কালীপুজোয় চমক ব্যারাকপুরের
উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ক’দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। নিম্নচাপের খবর জানতে পেরেই কালীপুজো উদ্যোক্তারা চিন্তায় ছিলেন। অবশেষে আবহাওয়া দফতরের আশার আলোয় চিন্তামুক্ত শহরবাসী।