West Bengal Weather Forecast Today: অন্ধ্রপ্রদেশে নিম্মচাপের জেরে টানা তিন দিন ধরে বৃষ্টি চললেও পুরোপুরি থামার আশ্বাস এখনও দেয়নি আলিপুর আবহাওয়া অফিস। বরং আগামী তিন চার দিনের মধ্যে বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্মচাপ তৈরি হওয়ার কথা শোনা গেল হাওয়া অফিসের তরফে। সেই জেরেই বঙ্গে বহাল থাকবে বৃষ্টি। আজও কলকাতা এবং তাঁর সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পুজোর মুখে এমন বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়ছে পুজো উদ্যোক্তা এবং কুমোরটুলি পাড়ায়।
আরও পড়ুন- রাজ্যের পরবর্তী মুখ্যসচিব রাজীব সিনহা, টুইট মমতার
প্রসঙ্গত, বর্ষা থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে তা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। দেবীপক্ষ শুরুর আগে বৃষ্টির এই চোখ রাঙানিতে নাজেহাল শিল্পীরা।
আরও পড়ুন- কেন ম্যাথুকে পাঠিয়েছিলেন? মির্জার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুকুল
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৯.৬ মিলিমিটার।