West Bengal Weather Forecast Today: পুজোর আগে শেষ রবিবার। জমিয়ে হবে কেনাকেটা। আশায় বুক বাধেছিলেন অনেকেই। কিন্তু, ভোর থেকে বৃষ্টিতে মাথায় হাত ক্রেতা, বিক্রেতাদের। বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্মচাপ তৈরি হয়েছে। তার জেরে আগামীকালও রাজ্যজুডে় ভারী থেকে অতি ভারী, কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজও কলকাতা এবং তাঁর সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৬.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, এদিনের সর্বোচ্চ চাপমাত্রা থাকবে প্রায় ২৯.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ায় শহরে গরম কমবে। কিন্তু, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ও অস্বস্তির মাত্রা বেশি থাকবে।
আরও পড়ুন: আজ থেকে টালা ব্রিজে বাস বন্ধ, জেনে নিন বিকল্প পথ
আবাহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরে। এছাড়া হিমালয়ের পাদদেশে অবস্থিত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি হতে পারে, শহর কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। আগামীকাল, অর্থাৎ সোমবারও একই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শ্চিন্তার বাতাবরণ তৈরি হয়েছে কুমোরটুলি পাড়ায়। এমনিতেই সপ্তাহজুড়ে চলা বৃষ্টিতে নাজেহাল মৃৎশিল্পী থেকে পুজোর কর্মকর্তারা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, দেবী মূর্তি শিল্পীদের কাছ থেকে মণ্ডপে যাওয়া শুরু হয়েছে। তারই মধ্যে এই ধরণের বৃষ্টিতে কাজ পণ্ড হওয়ার জোগাড়। তাদের কাছে 'অসুর' এখন বরুণ দেবতা।
এদিকে বিহারেও প্রবল বৃষ্টির জেরে এখনও পর্যন্ত বেশ কয়েকজনেরর মৃত্যু প্রাণ গিয়েছে। ভাগলপুরে একটি বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে তিন জনের। খাগাউলে গাছ উল্টে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত দু’দিনেপ প্রবল বর্ষণে বিহারের একটি বড় অংশে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। রবিবারও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। পাটনায় উদ্ধার কাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।