Advertisment

West Bengal Weather Today: শীতের আমেজ রাজ্যজুড়ে, কমল তাপমাত্রার পারদ

West Bengal Weather Forecast, 3 December 2019: আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ। ফলে ঠান্ডাও বাড়বে পাল্লা দিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather report live, পশ্চিমবঙ্গের আবহাওয়া, winter, শীতকাল, শীত, west bengal weather report live, weather kolkata today, কলকাতার আবহাওয়া, weather report in west bengal in bengali, west bengal weather today, আজকের সর্বোচ্চ তাপমাত্রা, আবহাওয়ার খবর, কলকাতার ওয়েদার, west bengal weather report, west bengal weather temperature, কলকাতার তাপমাত্রা, west bengal weather kolkata, west bengal weather condition, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর, winter, শীতকাল

কুয়াশায় ঢাকা 'শীতের' ময়দান। ফাইল ছবি।

West Bengal Weather Forecast Today: ডিসেম্বরের প্রথম দিনে মহানগর 'শীতহীন' থাকলেও, মঙ্গলবার একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। সকাল থেকেই তাই উত্তুরে হাওয়া গায়ে মাখিয়েই শীতের আমেজ উপভোগ করেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। শহর থেকে শহরতলি ভোরের দিকে হালকা কুয়াশা গায়ে জড়িয়েই সূর্যপ্রণাম সারছে মহানগর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরে হাওয়ার হাত ধরে রাজ্যে প্রবেশ করবে শীত।

Advertisment

আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজ পেল নাসা

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ। ফলে ঠান্ডাও বাড়বে পাল্লা দিয়ে। উত্তুরে হাওয়ার দাপটে ইতিমধ্যেই মঙ্গলবারের সর্বনিম্ম তাপমাত্রা নেমে গিয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৭২ ঘন্টা একই রকম থাকবে, এমনটাই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জেলার তাপমাত্রা কমবে আরও ২-৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কোথাও কোথাও কুয়াশার প্রাবল্য থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: হাসনাবাদের বিডিও-র মন্তব্যে ‘প্রশাসনের রাজনীতিকরণের’ অভিযোগ বিজেপির

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ১৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, নূন্যতম ৪১ ডিগ্রি সেলসিয়াস।

weather Weather Report
Advertisment