West Bengal Weather Forecast Today: বর্ষার ইনিংস শুরু হয়েছে একেবারে প্রথামাফিকই। গত কয়েকদিন ধরেই রোদ-বৃষ্টির খেলা চলছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এদিন সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ।
এদিকে, দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরম। বাড়ছে আর্দ্রতাও। আবহাওয়াবিদদের মতে ফের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে রাজ্যে। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারী বর্ষণের পূর্বাভাস থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে নদীর জলস্তরও। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। শনিবার অবধি কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আরও পড়ুন, ভারতে আসছে ‘চতুর্থ টিকা’ মডার্না, নিয়ন্ত্রিতভাবে ব্যবহারে অনুমতি
আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৭০ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন