West Bengal Weather Forecast Today, 6 September, 2019: সকালে তেড়েফুঁড়ে বেরিয়েছিল রোদ। কিন্তু বেলা বাডড়ার সঙ্গে সঙ্গেই শহর কলকাতার আকাশে ভিড় করল মেঘ। গত ক’দিনের মতো আজও রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছে কলকাতার আকাশে। কিন্তু বৃষ্টি কি হবে? না, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে গত কয়েকদিনের মতো শুক্রবারও শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন: তৃণমূলে যোগ দিতেই মমতা ‘সমালোচক’ রাতারাতি ‘রত্ন’
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কলকাতার। উল্লেখ্য, গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও শহর ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে আবার কবে শহর কলাকাতয় ভারী বৃষ্টি হবে, সে ব্যাপারে এখনও কোনও দিশা দেখাতে পারেনি হাওয়া অফিস।
আরও পড়ুন: ‘মহুয়া মৈত্রই আমাকে দেবশ্রীর সঙ্গে কথা বলতে বলেছেন’, বিস্ফোরক দিলীপ
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, শহর কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০১.৬ মিমি।