scorecardresearch

West Bengal Weather Today: কুয়াশায় ঢাকছে মহানগর, জাঁকিয়ে শীতের অপেক্ষায় রাজ্য

West Bengal Weather Forecast, 7 december 2019: পশ্চিমি ঝঞ্ঝার কারণে এ রাজ্যে উত্তরের হিমেল হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের উপস্থিতি।

west bengal weather report live, পশ্চিমবঙ্গের আবহাওয়া, winter, শীতকাল, শীত, west bengal weather report live, weather kolkata today, কলকাতার আবহাওয়া, weather report in west bengal in bengali, west bengal weather today, আজকের সর্বোচ্চ তাপমাত্রা, আবহাওয়ার খবর, কলকাতার ওয়েদার, west bengal weather report, west bengal weather temperature, কলকাতার তাপমাত্রা, west bengal weather kolkata, west bengal weather condition, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর, winter, শীতকাল
কুয়াশায় ঢাকা 'শীতের' ময়দান। ফাইল ছবি।

West Bengal Weather Forecast Today: ডিসেম্বরের একটি গোটা সপ্তাহ অতিক্রান্ত, তবুও যেন শহরে ব্রাত্য শীত। গত দু’দিন তাপমাত্রার পারদ নামলেও আজ ফের উর্দ্ধমুখী তাপমাত্রা। দীর্ঘ প্রতীক্ষার পর শীতের আমেজ উপভোগ করতে পেরে খুশি ছিল রাজ্যবাসী। যদিও জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুটা সময় লাগবে, এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে এ রাজ্যে উত্তরের হিমেল হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের উপস্থিতি। যার জেরে শহরে বৃদ্ধি পেয়েছে কুয়াশার প্রাবল্য।

আরও পড়ুন: জীবনযুদ্ধের লড়াইয়ে হার মানলেন উন্নাওয়ের নির্যাতিতা, দিল্লির হাসপাতালে মৃত্যু

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন ছিল ৫ ডিসেম্বর, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও শনিবার তাপমাত্রার পারদ একটু উঠবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, ১৫ ডিসেম্বরের পর কয়েকদিন বেশ কনকনে ঠান্ডা থাকবে। উত্তুরে হাওয়ার হাত ধরেই রাজ্যে প্রবেশ করবে শীত।

আরও পড়ুন: দিল্লি গণধর্ষণে অভিযুক্তদের ক্ষমার আবেদন খারিজ করতে রাষ্ট্রপতিকে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

আজ মূলত পরিষ্কার থাকবে আকাশ। শনিবার শহরের সর্বোচ্চ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ১৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, নূন্যতম ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather forecast today 7 december 2019 winter update west bengal