West Bengal Weather Forecast Today 7 January 2025: বঙ্গে শীতের আমেজের মধ্যেই বৃষ্টির কাঁটা। বাংলায় জাঁকিয়ে শীতের আমেজ বহাল। মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার দাপট। কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় কুয়াশার চাদরে ঢেকেছিল সকালে। এদিনও কনকনে শীতের আমেজ রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ আরও কমতে পারে। ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আজ কোন কোন জেলায় বৃষ্টি
হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার উত্তরবঙ্গের ৪ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলি, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন আজ থেকেই বৃষ্টি কোন কোন জেলায়? আরও তীব্র হবে শীত, জেনে নিন দিনক্ষণ
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার উত্তরের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১২ জানুয়ারি পর্যন্ত উত্তরের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে।