Advertisment

West Bengal Weather: আজ থেকেই বৃষ্টি কোন কোন জেলায়? আরও তীব্র হবে শীত, জেনে নিন দিনক্ষণ

West Bengal Weather Update 6 January 2025: শীতের আমেজ গোটা রাজ্যে। তবে রবিবারের পর সোমবারেও রাজ্যের অধিকাংশ জেলায় ভোর থেকেই কুয়াশার দাপট।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার মেজাজ সর্বত্র।

West Bengal Weather Update 6 January 2025: শীতের আমেজ রাজ্যজুড়ে। সেই সঙ্গে রাজ্যের জেলায় জেলায় দাপট দেখাচ্ছে কুয়াশা। রবিবারের পর সপ্তাহের প্রথম দিন সোমবারেও উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার দাপট ভোর থেকেই। তবে আজ থেকেই তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। ফের পারদ পতন কবে থেকে? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

রবিবারের পর সোমবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশা দাপট। দুই ২৪ পরগনার পাশাপাশি বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে আগামীকালও। আজ থেকে তাপমাত্রা বাড়বে জেলাগুলিতে। কোনও কোনও জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও মঙ্গলবার আবার কোথাওবা বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে। চলতি সপ্তাহের শেষের দিকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।

কলকাতার ওয়েদার আপডেট

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরেও থাকবে কুয়াশার দাপট। আজ সোমবারের পর মঙ্গলবারেও শহর কলকাতায় ভোরের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি শহর কলকাতাতেও তাপমাত্রা বাড়বে। দুই থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার কিংবা বুধবার থেকে শহর কলকাতাতেও ফের নামতে পারে পারদ।

আরও পড়ুন- West Bengal News Highlights: প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল করল ইউনূস প্রশাসন

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

ফের একবার তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে পাহাড়নগরী দার্জিলিঙে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। আজ অর্থাৎ সোমবার থেকে আগামী বুধবারের মধ্যে উত্তরবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন- Malda Dulal Sarkar Murder Case: মমতার কাছে তৃণমূল নেতা খুনে এখনও অধরা ২, ছবি প্রকাশ করে ২ লক্ষ পুরষ্কার ঘোষণা

ফের পারদ নামবে কবে থেকে?

ঠান্ডার ভালো মতো মেজাজ রয়েছে রাজ্যজুড়েই। তবে আজ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত স্পষ্ট রাজ্যজুড়ে। আগামী বুধবার থেকেই তাপমাত্রা নামতে পারে। শীতের জোরালো দাপট অনুভূত হতে পারে সপ্তাহের শেষের দিকে।

Extreme Cold Weather Winter Session Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather winter Bengal Weather Forecast
Advertisment