West Bengal Weather Forecast Today: সপ্তাহের শুরুতে দাবদাহের কমতি হবে না। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম ও রোদের তেজে নাজেহাল রাজ্যবাসী। ক্রমশ বাড়ছে পারদও। তবে রবিবারের মতো সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে কেন্দ্রীয় দল, বৈঠক নবান্নে
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও। তবে আজ দিনের তাপমাত্রা অনেকটাই উর্ধ্বমুখী। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে বলে জানান হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের হাত ধরেই ১১ জুন বঙ্গে বর্ষার প্রবেশ হবে বঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে রাজ্যে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন