West Bengal Weather Forecast Today,Maha Navami: পুজোর আনন্দে তাল কাটতে মাঝে মধ্যেই শরতের আকাশে চোখ রাঙাচ্ছে ‘অসুর’ বৃষ্টি। সপ্তমী, অষ্টমীর মতো নবমীতেও সকাল থেকে আকাশের মুখভার। কখনও মেঘলা আকাশ তো কখনও রোদের দেখা, আকাশের এই খামখেয়ালিপনা নিয়েই উমা বন্দনার শেষদিনে সকাল শুরু করেছে তিলোত্তমা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঠিক কী জানিয়েছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানানো হয়েছে, ‘‘গত দু’দিনের মতো আজও দিনভর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও’’। উল্লেখ্য, গত ২ দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি মাথায় নিয়েই দুর্গা দর্শনে মেতেছেন দর্শনার্থীরা। যদিও রবিবার সন্ধের পর কলকাতায় সেভাবে বৃষ্টি হয়নি।
আরও পড়ুন: Durga Puja 2019 Live Updates: নবমীর সকাল থেকেই শুরু ঠাকুরদেখা
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আজ প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৭ মিমি।