/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/rain-news-759-new.jpg)
বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। ছবি: অরুণিমা কর্মকার।
West Bengal Weather Today, 8 August 2019: রাতভর বৃষ্টিতে কলকাতায় চেনা মেজাজে বর্ষা। মঙ্গলবারের মতো বুধবার রাতেও বৃষ্টি শুরু হয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যায় শহরে। উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আজও রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই আকাশের মুখভার। ভোর থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া হইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭৫ কিমি। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে, বৃষ্টির জেরে জল জমেছে কলকাতার কিছু এলাকায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/kol-rain-759.jpg)
আরও পড়ুন: বৈশাখীর ‘চাকরি খেলেন’ মমতা! শোভনের পাশে বসে কাঁদতে কাঁদতে ইস্তফা ঘোষণা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া হইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭৫ কিমি। আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে হাওড়ায় আক্রান্ত প্রাক্তন বক্সার
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮০ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ০৩৬.১ মিমি।