West Bengal Weather Prediction During Durga Puja: প্রতি বছরের ধারা এবারও অব্যাহত। দুর্গাপুজোয় বৃষ্টি পিছু ছাড়ছে না বাঙালির। আজ, শুক্রবার মহাষ্টমী-মহানবমী তিথিতেও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ঠাকুর দেখতে বেরিয়ে খুব বেশি ভোগান্তি হবে না পুজোপ্রেমীদের। কলকাতা-সহ রাজ্যের সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে রাজ্যে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলাতে ঝড়বৃষ্টি হবে না। হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দশমীতেও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। রবিবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী সোম এবং মঙ্গলবার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন সপ্তমীর বিকেল থেকেই আবহাওয়ায় বিরাট বদল? ঝেঁপে বৃষ্টি? জানুন একেবারে লেটেস্ট আপডেট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের ৮ জেলাতেই শুক্রবার, অষ্টম-নবমীতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দশমীতেও ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাদশী থেকে উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরের বাকি ৫ জেলায় মঙ্গলবার ১৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলবে।