Bengal Weather Update: শারদোৎসবে মাতোয়ারা গোটা বাংলা। উৎসবের আনন্দে মশগুল ৮ থেকে আশি। দুর্গাপুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? তা নিয়ে গত কয়েকদিন ধরেই আপডেট মিলছে। তবে আবহাওয়া দফতরের এব্যাপারে সর্বশেষ যা আপডেট মিলেছে তাতে দুর্যোগের নতুন কোনও আশঙ্কা থাকছে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তমীতেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতরের সর্বশেষ যে আপডেট মিলেছে, তাতে চলতি সপ্তাহের একেবারে শেষ অবধি অর্থাৎ দুর্গাপুজোর শেষ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ষষ্ঠীর দিনেও রাজ্যের কোথাও ভারী দুর্যোগ দেখা যায়নি।
আজ মহাসপ্তমী। আজও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ দেদার আনন্দে পুজো উপভোগ করুন। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। এমনকী পুজোর মধ্যে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের কোনও রকম সম্ভাবনা নেই। উৎসবের দিনগুলিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ থাকবে মেঘ-মুক্ত আকাশ। বরং বেলা বাড়লে রোদের তেজ বাড়লে গরমের অস্বস্তি বাড়তে পারে। সুতরাং এবারের দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
আরও পড়ুন- Junior Doctor's Protest: '৩ ঘণ্টার বৈঠকের নিট ফল জিরো', মধ্যরাতে রাজ্যের সঙ্গে কথা সেরে বললেন জুনিয়র ডাক্তাররা
আরও পড়ুন- Durga Puja 2024: পুজোর উদ্বোধনে বেনজির উদ্যোগ! অজ-গাঁয়ের এই দুর্গাপুজো সূচনার গল্পটা অবাক করবেই
আরও পড়ুন- Sandip-Asur: চশমাটাই শুধু নেই, মহিষাসুরের মুখটা অবিকল যেন আরজি করের সন্দীপ, দাবি নেটিজেনদের