বৃষ্টির হাত ধরে একধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ৩ ডিগ্রি। রবিবারের পর আজ সোমবারও দিনভর শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।
এবার বর্ষার ঘাটতি রাজ্যজুড়ে। এবছর বর্ষার শুরু থেকে এখনও পর্যন্ত ঝেঁপে একটানা বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। রবিবার দিনভর শহর কলকাতায় দফায়-দফায় বৃষ্টি হয়েছে। তারই হাত ধরে শহরের পারদও নেমে গিয়েছে প্রায় ৩ ডিগ্রি।
হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবারেও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে। বরং আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্বে মেদিনীপুরের বেশ কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু জেলাতেই নয়, আজ দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।
আরও পড়ুন- ভুবনেশ্বরের পথে পার্থ চট্টোপাধ্যায়, এয়ার অ্যাম্বুলেন্সে রওনা
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এবছর একটানা বেশ কিছুদিন ধরে ঝেঁপে বৃষ্টি চলেছে। মঝে কয়েকদিনের ব্রেকে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল তাপমাত্রা। তবে ফের বৃষ্টির মুখ দেখছে উত্তরবঙ্গের জেলাগুলি। এমনকী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার ইঙ্গিত হাওয়া অফিসের।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।