Advertisment

দুর্বল বর্ষা, বাড়বে আরও গরম

মাঝে মধ্যে কালো মেঘ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা দিলেও তা ক্ষণস্থায়ী হবে। আর বাকি সময় অস্বস্তিকর গরমে গলদঘর্ম হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Kolkata Summer Express Photo Shashi Ghosh

এ রাজ্যে সরকারিভাবে বর্ষাকাল ঘোষিত হলেও তেমনভাবে বৃষ্টির দেখা নেই। ২১ জুন মৌসুমি বায়ুর আগমন ঘটলেও তা এখনও শক্তিশালী নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই দক্ষিণবঙ্গের উপর সদয় হচ্ছে না প্রকৃতি। বরং জানা যাচ্ছে, মাঝে মধ্যে কালো মেঘ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা দিলেও তা ক্ষণস্থায়ী হবে। আর বাকি সময়  অস্বস্তিকর গরমে গলদঘর্ম হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

Advertisment

হাওয়া অফিস সূত্রে খবর, জুনের শেষে বা জুলাইয়ের প্রথমে দক্ষিণবঙ্গে কিছু সময়ের জন্য নিম্নচাপের কারণে সক্রিয় হতে পারে বর্ষা। সিকিম ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া, বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গে। ২৭ জুন পর্যন্ত চলবে বৃষ্টি।

আরও পড়ুন: কলকাতায় গ্রেফতার চার জঙ্গি

তবে উত্তর আপাতত গরম থেকে রক্ষা পেলেও দক্ষিণবঙ্গের ভাগ্যাকাশে 'মেঘের ঘনঘটা'। তাপমাত্রা বাড়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার বাসিন্দাদের। সাধারণের চেয়ে তাপমাত্রা থাকবে দুই থেকে চার ডিগ্রি বেশি। এই আবহাওয়া বজায় থাকবে আগামী দুই থেকে তিন দিন।

weather Weather Report
Advertisment