Advertisment

West Bengal Weather: ২-৩ দিনেই বিরাট বদল আবহাওয়ায়, স্বাধীনতা দিবসে তুমুল বৃষ্টি! জানুন ওয়েদার আপডেট

West Bengal Weather Update: শ্রাবণ শেষ হতে চলল. অথচ এখনও দেখা নেই মুষলাধারে বৃষ্টির। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, বৃষ্টি থামার লক্ষণই নেই উত্তরে। তবে কি বৃষ্টির ঘাটতি নিয়েই শেষ হবে শ্রাবণ। কিন্তু আগামী ২-৩ দিনে বদলে যেতে পারে আবহাওয়ার পরিস্থিতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Rains, Kolkata Weather Today, Heavy Rainfall, IMD, Heavy Rain Alert

Rain in the city: বৃষ্টিস্নাত কলকাতা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

West Bengal Weather Update: শ্রাবণ শেষ হতে চলল. অথচ এখনও দেখা নেই মুষলাধারে বৃষ্টির। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, বৃষ্টি থামার লক্ষণই নেই উত্তরে। তবে কি বৃষ্টির ঘাটতি নিয়েই শেষ হবে শ্রাবণ। কিন্তু আগামী ২-৩ দিনে বদলে যেতে পারে আবহাওয়ার পরিস্থিতি।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে ফের ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতা ও বিভিন্ন জেলায়। ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তা মাঝারিই। কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার, অর্থাৎ স্বাধীনতা দিবসে ভাসাতে পারে বৃষ্টি। মঙ্গলে দিনভর হালকা বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়।

আজ কোথায় কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়।

আরও পড়ুন West Bengal Weather Update: সপ্তাহের শুরুতেই বৃষ্টির মারকাটারি আপডেট! বর্ষার প্রবল প্রতাপ দেখবে এই জেলাগুলি

বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৬টি জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনায়। স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টি হতে পারে ৫ জেলাতে। তার মধ্যে আছে বীরভূম, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া। অন্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে প্রবল বর্ষণের সম্ভাবনা কম।

West Bengal weather update West Bengal Weather Forecast West Bengal Weather Today
Advertisment