খাতায়-কলমে ভরা বর্ষা হলেও দক্ষিণবঙ্গ এখনও ছিটেফোঁটা বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে পরিস্থিতি বদলের সম্ভাবনা এখনই নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টি চলছে। তাও একটানা নয়, মাঝেমধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামছে। তবে ভরা বর্ষাতেও দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে মুক্তি মিলছে না। আবহাওয় দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত কাটবে না। মৌসমুী বায়ু দুর্বল হওয়ার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি অধরা।
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- পুণ্যভূমি পুরীতে আজ শুরু রথযাত্রা, প্রাণের উৎসবে সামিল হতে সমুদ্রনগরীতে জনজোয়ার
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও বরুণদেব সহায় উত্তরে। প্রাক বর্ষার বৃষ্টিও পর্যাপ্ত পরিমাণে হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বর্ষা ঢোকার পরে সেই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। আলিপুর আবহওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন- কে এই জগন্নাথ? কী বলছে শাস্ত্র, জেনে নিন
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।