পৌষ সংক্রান্তির বাকি আর মাত্র কয়েকটি দিন। তবে দক্ষিণবঙ্গে কার্যত উধাও শীত। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই আবহওয়ার এই বদল। এবার এই ঝঞ্ঝার জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে টানা কয়েকদিন দফায়-দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তিনদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রির আশেপাশে।
এমরশুমে শীতের দাপট চোখে পড়েনি। একটানা কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠান্ডার স্বাদ পাননি বঙ্গবাসী। এবার আবার ভরা পৌষে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামিকাল মঙ্গলবার থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- রাজ্যের দৈনিক সংক্রমণ ২৪ হাজার পার! ৫ জনের মৃত্যু-সহ শীর্ষে কলকাতা
হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসময়ের এই বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
আরও পড়ুন- West Bengal Covid-19 Omicron Updates: বাংলায় ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, সংক্রমণের হার ৩৪ শতাংশ ছুঁইছুঁই
বৃষ্টির বাধা কাটিয়ে ফের কবে থেকে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারছেন না আবহাওয়াবিদরা। তাঁদের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বরং রাতের তাপমাত্রা বাড়তে থাকায় আরও ফিকে হবে শীতের আমেজ। ভোরের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তেই সরবে কুয়াশার চাদর।