মাঝ-বর্ষায় এবার দক্ষিণবঙ্গে সহায় বরুণদেব! নিম্নচাপের হাত ধরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, নিম্নচাপের বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুরু করে আগামী পাঁচদিন শহর কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে দফায়-দফায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন- করোনা আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে এবার তেড়ে বর্ষা এলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ুর জেরেই বৃষ্টির স্বল্পতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে এবার হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টির সেই খরা কাটতে চলেছে নিম্নচাপের হাত ধরে। এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এরপর বর্ষা ঢোকার পরেও তেড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।