আষাঢ় শেষেও আবহাওয়ার এ যেন উলোটপুরাণ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। এরই পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির রেশও কমবে রাজ্যে। তবে দিন দু'য়েক পর থেকেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষার জোরালো কামব্যাক ঘটলেও সেই সম্ভাবনা কার্যত এখনও দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।
চলতি বর্ষায় তেড়েফুঁড়ে বৃষ্টি দেখেছে উত্তরবঙ্গের সব জেলা। প্রক বর্ষার বৃষ্টিতে তো ঝেঁপে হয়েছে, পরে বর্ষা ঢোকার পর থেকেও লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের সব জেলায়। কয়েকটি জেলায় একটানা ভারী বৃষ্টিতে পরপর বেশ কয়েকদিন জলমগ্ন দশাও তৈরি হয়েছে।
সেই তুলনায় চলতি বর্ষায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুখ ভার করে রেখেছেন বরুণদেব। আষাঢ় মাসের শেষেও ঝেঁপে বৃষ্টি এখনও অধরা দক্ষিণবঙ্গে। তবে এবার দিন দু'য়েকের জন্য বর্ষার ব্রেক দুই বঙ্গেই। বৃষ্টি কমে আগামী দু'দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আবহাওয়া দফতরের।
আরও পড়ুন- বাংলায় উদ্বেগজনক হারে বাড়ছে দৈনিক সংক্রমণ, পাল্লা দিচ্ছে পজিটিভিটি রেট
তবে দু'দিন পর থেকে অর্থাৎ আগামী ১৮ জুলাই থেকেই ফের আবহাওয়ার বদল ঘটবে। ওই দিন থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবারও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনও সেই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
হালকা-মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে, শহর কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে মহানগরীর বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে।