Advertisment

বড়দিনের আগেই হাড় কাঁপানো ঠান্ডা? পারদ-পতনে আজই এমরশুমের শীতলতম দিন

দেরিতে হলেও ক্রিজে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু শীতের। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Update 17 december 2021

ক্রিজে নেমেই ঝোড়ো ব্যাটিং শুরু শীতের।

আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকায় হু-হু করে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। যার জেরে পারদ পতন জারি। একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৪ ডিগ্রির নীচে। পরিসংখ্যান বলছে, আজই এমরশুমের শীতলতম দিন। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে হাসি চওড়া শীতপ্রেমীদের মুখে।

Advertisment

মরশুমের শুরুতে ইঙ্গিত দিলেও একটানা বেশ কিছুদিন অধরাই রয়ে গিয়েছিল শীত। ঘূর্ণিঝড়, নিম্নচাপের বৃষ্টিতে আসি-আসি করেও আসেনি জাঁকিয়ে শীত। তবে বাধা কাটিয়ে আবহাওয়ার পরিস্থিতি অনুকূল হতেই ক্রিজে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু শীতের।

আরও পড়ুন- Daily Horoscope, 17 December 2021: কর্মজীবনে উন্নতি কার কার? পড়ুন রাশিফল

আবহাওয়াবিদরা বলছেন, ক্রিজ আঁকড়ে এভাবেই বেশ কিছুদিন ধরে ব্যাটিং করবে শীত। আরও নামবে পারদ। বড়দিন ও নতুন বছর শুরুর আগেই তাপমাত্রা বেশ খানিকটা কমবে। জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রির নীচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এখনও পর্যন্ত শুক্রবারই এমরশুমের শীতলতম দিন। আগামী কয়েকদিনে তামাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন তিন-চারেক আবহাওয়ার বিশেষ হেরফের হবে না।

আরও পড়ুন- পরবর্তী সিডিএস খুঁজছে কেন্দ্র, বাড়তি দায়িত্ব নারাভানের কাঁধে

মেঘমুক্ত আকাশে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রেও কোনও বাধা নেই। সেই কারণেই শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নামবে পারদ। মোটের উপর আগামী কয়েকদিনে গোটা রাজ্যেই জাঁকিয়ে ঠান্ডা টের পাওয়া যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামবে। হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে দার্জিলিঙে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Weather Today West Bengal Weather Forecast weather update
Advertisment